
কুরআন আল্লাহ তায়ালার কিতাব , এটা খুবই মর্যাদাপূর্ণ এবং আসমানী কিতাব । এটা আমরা যখন পড়া শুরু করব তখন খুবই গুরুত্ব দিয়ে এবং কিছু নিয়মকানুন মেনেই শুরু করতে হবে । এটা অন্যান্য বইয়ের মত বা নিউজ পেপার পড়ার মতো এটাকে পড়া, কুরআনের সাথে অবমাননার শামিল। যেমন আল্লাহ তা'আলা বলেছেন: "তোমরা যখন কোরান পড়তে চাও তখন বিতাড়িত শয়তান থেকে আমার কাছে আশ্রয় প্রার্থনা করো"।
াই আমাদেরকে কুরআন পড়া শুরুতেই নির্দিষ্ট কিছু নিয়ম ফলো করে শুরু করতে হবে। যেমন -
১. পবিত্রতা অর্জন করা
২. পাক-পবিত্র ও নিরিবিলি স্থান নির্বাচন করা
৩. ইস্তিগফার ও তওবা করা
৪. দুরুদ শরীফ পড়া
৫. দোয়া পড়া
৬. আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ পড়া
اَسْتَغْفِرُ اللهَ الَّذِيْ لاَ إِلهَ إِلاَّ هُوَ الْحَيُّ الْقَيُّوْم وَأَتُوْبُ إِلَيْه*
*আমি আল্লাহর কাছে ক্ষমা / মাফ চাচ্ছি যিনি ছাড়া আর কোন ইলাহ নেই। যিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী এবং আমি তাঁর দিকে ফিরে যাব।
তিরমিজি :৩৫৭৭, আবু দাউদ:১৫১৯, তাবারী:৫/৮৯
اللّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيْمَ , وَعَلَى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ اللّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ
عَلَى إِبْرَاهِيْمَ وَعَلَى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ
সহীহ মুসলিম : ১/১৭৫
nbsp;
nbsp;
**তাউজু ওতাসমিয়া বা আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ:
nbsp;
Very good data
Very good data
ddd
Very important and instructive article!! Jajakallahu khyran,
test
hi
Bla blasdlfsldfjlsd fsdklfsdjfsdkfjsdjlfsdjf
very good ...!